আমাদের ইউনিয়নে বিশেষ কোন দর্শনীয় স্থান নেই। কিন্তু অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ড, উজাল খলসী গ্রামে একটি প্রাচীণ ঐতিহ্যবাহী ঘোড়াদহ মেলা প্রতি বৱসর আশ্বিনের শেষ সময় হয়ে থাকে । এতে আমাদের মেলাকে ঘিরে বিভিন্ন উৱসবের আয়োজন করা হয়ে থাকে। যেমন- প্রাচীণ যাত্রাপালা, পুতুল নাচ, নাগোরদেলা,মঞ্চনাটক ইত্যাদি। যেখানে দেশের বিভিন্ন স্থান হতে লোকজন আগমণ করেন এবং আনন্দ উপভোগ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস